করোনাভাইরাসে শেষ রক্ষা হলোনা “মিষ্টি মেয়ে” সারাহ বেগম কবরীর
চলে গেলেন বাংলা সিনেমার “মিষ্টি মেয়ে খ্যাত” কবরী। বাংলা চলচিত্রের অন্যতম জনপ্রিয় ও কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। তিনি শেষ সময়ে অভিনয়ে সক্রিয় না থাকলেও সিনেমায় ছিলেন পরিচালক হিসেবে। করোনা আক্রান্ত হয়ে ১৩ দিন জীবনের সাথে যুদ্ধ করে চলে গেলেন না ফেরার দেশে।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১২টা ২১ মিনিটে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে কবরীর বয়স ছিল ৭০ বছর। সারাহ বেগম কবরী পুত্র শাকের চিশতী সংবাদটি নিশ্চিত করেছেন।
কাশি-জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষা করান কবরী। ৫ এপ্রিল দুপুরে তিনি জানতে পারেন করোনা পজিটিভ। ওই রাতেই কবরীকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
উল্লেখ্য ৭ এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে (আইসিইউ) তে নেয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। অবশেষে গত ৮ এপ্রিল দুপুরে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ এর ব্যবস্থা হয়। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে লাইফ সাপোর্ট নেয়া হয় কবরীকে।