সুশান্তের ঘনিষ্ঠ ছ’জনকে সিবিআইয়ের মুখোমুখি জেরা…

অনুসন্ধানের পঞ্চম দিনে ডিআরডিও গেস্টহাউজে সুশান্ত ঘনিষ্ঠ ছয় ব্যক্তিকে মুখোমুখি জেরা করল সিবিআই। এঁদের মধ্যে রয়েছেন সুশান্তের পরিচারক নীরজ ও কেশব, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি, প্রাক্তন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রজত এবং বর্তমান অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধর।
শুধু তাই নয়, সিবিআইয়ের আর একটি দল মঙ্গলবার ফের কুপার হাসপাতালের চিকিৎসকদের বয়ান রেকর্ড করে। এই হাসপাতালেই সুশান্তের দেহের ময়নাতদন্ত হয়েছিল। একটি সূত্র বলছে, সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট এবং সিদ্ধার্থ ও নীরজদের বয়ানে অসঙ্গতি মিলেছে পাশাপাশি,এ দিন মুম্বই পুলিশের দুই অফিসার ভূষণ বেলনেকর এবং বৈভব জগতাপকেও ডেকেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি।
এ দিন সকাল ৯টা নাগাদ মুম্বই পুলিশের এক অফিসারকে ডিআরডিও গেস্টহাউজে পৌঁছতে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই সুশান্তের বন্ধু সিদ্ধার্থকে ঢুকতে দেখা যায় সেখানে। এর পর একে একে নীরজ, কেশবকেও ঢুকতে দেখা যায় গেস্টহাউজে। এর আগে এই ছয়জনকেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা/ ভারত।
বিবিএন/ স্টাফ রিপোর্টার।