স্বাধীনতা পাওয়া যায় না
বায়েজিদ খান
![স্বাধীনতা পাওয়া যায় না<br>বায়েজিদ খান স্বাধীনতা পাওয়া যায় না<br>বায়েজিদ খান](https://bayofbengalnews.com/wp-content/uploads/2022/03/Resizer_16477123390050-1200x630.jpg?v=1647712900)
স্বাধীনতা পাওয়া যায় না
বায়েজিদ খান
রাত্রী গগনে সজ্জিত নক্ষত্রের পানে চেয়ে
শীতল হাওয়ায় বসে, নদীর গান গেয়ে
যদি বলি স্বাধীনতা চাই,
তবে স্বাধীনতা পাওয়া যায় না।
নিরীহ চাষার মলিণ হাসি দেখে
অশ্বত্থ বৃক্ষের স্তব্ধ ছায়ার সুখে
যদি বলি স্বাধীনতা চাই,
তবে স্বাধীনতা পাওয়া যায় না।
গাঁয়ের বধুর মশলার জাদু চিখে
শিশুর বেশে ঘুড়ি ওড়ানো শিখে
যদি বলি স্বাধীনতা চাই,
তবে স্বাধীনতা পাওয়া যায় না।
ঘুমন্ত শহরের,নীরবতাকে ভালোবেসে
বিদ্যুৎ বাতির,আলোর ন্যায় হেসে
যদি বলি স্বাধীনতা চাই,
তবে স্বাধীনতা পাওয়া যায় না।
প্রীয়তমার প্রেম ও মায়ার টানে
হাত ধরে হেটে,বৃষ্টির দিনে
যদি বলি স্বাধীনতা চাই,
তবে স্বাধীনতা পাওয়া যায় না।
মধ্যবিত্তের জীবনের ব্যস্ততার মাঝে
ঘর্মান্ত দেহ নিয়ে নিস্তব্ধ সাঁঝে
যদি বলি স্বাধীনতা চাই
তবে স্বাধীনতা পাওয়া যায় না
বন্ধুদের সঙ্গে অগ্নির খেলা খেলে
রাত জেগে আড্ডায়, ঘুমিয়ে সকালে
যদি বলি স্বাধীনতা চাই
তবে স্বাধীনতা পাওয়া যায় না
তবে কি আবার,
যখন নীরিহ চাষা লাঙল ছেড়ে অস্ত্র ধরবে
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন নদীর মাঝি হাল ছেড়ে যুদ্ধ করবে
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন গগনে ভাসবে শিশুর আর্তনাদ
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন নতুন বধুর সাজ পরিণত হবে
লাল শীতল প্রশ্নে
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন নীরব শহরকে আর কেউ ভয় পাবে না
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন দুঃসহ এই অন্ধকারকেই ভালোবাসতে হবে
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন প্রেমিকার রক্তের বৃষ্টিতে ভিজবে হৃদয়
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন বৃষ্টির জলেও মুছবে না
রাজপথ রাঙ্গানো রক্ত
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন শহীদের রক্তের মাঝে
নিজের ঘাম খুজে পাবো না
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন পদ্মা,মেঘনা ও যমুনার
বুকে হবে রক্তের চাষ
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন রাতে ঘুম আসবে না
বিবেকবান কুকুরের আর্তনাদে
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন পারবো বাংলার মর্যাদাকে ধরতে বুকে
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন বাংলার অপমানে
অগ্নি জ্বলবে সবার মনে
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন আমার ভাইয়ের রক্তের তাজা গন্ধ
ডেকে আনবে লাশ খেকো মৌমাছিদের
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন বাংলার চাষী
করবে নিরব কান্নার চাষ
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন গ্রামের নীরিহ ছায়ায়
আগুন জ্বালাবে শমন
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন পারবো ছিনিয়ে আনতে শিশুর অধিকার
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন মুজিব ভাষ্যে কম্পিত হবে রেসকোর্স
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন বাংলার ঘরে ঘরে
তুলবে সবাই দূর্গ গড়ে
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি আবার,
যখন ২৫শের শেষ প্রহরে
ঢাকা কেঁদে উঠবে অঝোরে
তখন ই পাবো স্বাধীনতা?
তবে কি
আবার যখন সময় বয়ে আনবে করুণতা
জানবে কি এই দেশের তরুণতা
কিভাবে পাবো আমরা,
আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা?