২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন
![২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন](https://bayofbengalnews.com/wp-content/uploads/2020/10/InShot_20201009_220324668-1024x595.jpg)
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো সতের জন। এতে পুরুষ নয় জন নারী আট জন, শনাক্তের হার বিবেচনায় এক দশমিক ছয় শতাংশ। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট প্রাণহানি ৫৪৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গেল ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার দুশ’ আটাত্তর জন।
যা শনাক্ত বিবেচনায় এগার দশমিক তিন আট শতাংশ। এখন পর্যন্ত মোট আক্রান্ত তিন লাখ আটাত্তর হাজার পাঁচশত সত্তর জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন দুই লাখ উননব্বই হাজার নয়শত বার জন।
ডব্লিউ বি বি ও / বে অব বেঙ্গল নিউজ / করোনা বুলেটিন