৪ আসামি এখনো গ্রেপ্তার হয়নি সোহাগ হত্যা মামলার
বৃহস্পতিবার হত্যাকাণ্ডের পরপরই শনাক্ত হয়েছে ৫ আসামি। এদের তিনজনের বাড়ি দক্ষিণখানে, একজনের উত্তরখানে এবং আরেকজনের খিলগাঁওয়ে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে সাব্বির, পলাতক মাহবুব, হৃদয়, সাদ ও সানি।

রাজধানীর উত্তরখানে শিক্ষার্থী সোহাগ হত্যা মামলার ৫ আসামির চারজন এখনো গ্রেপ্তার হয়নি। এদের মধ্যে হৃদয় ও মাহবুব কিশোর গ্যাংয়ের সদস্য বলে অভিযোগ করেছে এলাকাবাসী। শিগগিরই তারা আটক হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
অভিযোগ আছে, আসামিদের বেশিরভাগই কিশোর গ্যাং-এর সদস্য এবং এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত।
বৃহস্পতিবার রাতে উত্তরখানের খ্রিস্টান পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহাগকে ছুরিকাঘাত করে হৃদয়বাহিনী। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এই হত্যার পেছনে অন্য কোন কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিন দিন পরও শোকে কাতর পরিবার। ছেলে সোহাগকে হত্যার কারণ এখনও অজানা মায়ের।
রুউ/স্টাফ রিপোর্টার/বিবিএন