স্বাধীনতার মহানায়ক | সৈয়দুল ইসলাম
স্বাধীনতার মহানায়ক | সৈয়দুল ইসলাম
![স্বাধীনতার মহানায়ক | সৈয়দুল ইসলাম স্বাধীনতার মহানায়ক | সৈয়দুল ইসলাম](https://bayofbengalnews.com/wp-content/uploads/2022/03/Resizer_16476233309590-1200x630.jpeg?v=1647623367)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়াররত্নগর্ভা মা,জন্ম দিলেন শেখ মুজিবুরনেই তার উপমা।
শেখ মুজিবুর সোনার ছেলেমা’ মাটিরই তরে,জুলুম অন্যায় অবিচারেগেছেন সদা লড়ে।
বীর বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তানবজ্রকণ্ঠি নেতা,অনড় অটল দুঃসাহসীছিলেন স্বাধীনচেতা।
সোনার বাংলা গড়ার স্বপ্নেছিলেন অবিচল,অগ্নিঝরা ভাষণ তাঁরইবাড়ায় মনোবল।
মুক্তিকামী বীর বাঙ্গালীশেখ মুজিবের ডাকে,শাসকগোষ্ঠী করতে ঘায়েলছুটে ঝাঁকে ঝাঁকে।
দীর্ঘ নয়মাস যুদ্ধ করেবুকের রক্ত ঢেলে,বিজয় নিয়ে ঘরে ফিরেবাংলা মায়ের ছেলে।
স্বাধীনতার মহানায়কশেখ মুজিবুর ভাই,মাতৃভূমির মাটির স্পর্শেতাঁরই দেখা পাই।