বেনাপোলে বিপুল স্বর্ণসহ নারী চোরাচালানকারী আটক!

বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে ৫৭ স্বর্ণের বারসহ এক নারী চোরাচালানকারীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন প্রায় ৯ কেজি দুইশ গ্রাম।
শনিবার (২৯আগস্ট) ভোরের সাদিপুর সীমান্তের প্রাইমারি স্কুলের সামনে পাঁকা রাস্তার ওপর হতে ওই নারীকে স্বর্ণসহ আটক করা হয়। আটক নারীর নাম মোছা. বানেছা খাতুন (৪৫)। তিনি সাদীপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, শনিবার ভোরে নায়েক মো. নুরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে ৫৭টি স্বর্ণের বারসহ ওই নারীকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য পাঁচ কোটি সত্তর লাখ চল্লিশ হাজার টাকা।
পরে তিনি আরও জানান, স্বর্ণসহ ওই নারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিবিএন / স্টাফ রিপোর্টার।