ফেন্সিডিল ও বিদেশী মদ সহ গ্রেফতার এক: র্যাব-৭

র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে,কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে নোয়াখালীর দিকে নিয়ে যাওয়ার জন্য ফেনী জেলার দাগনভূইয়্যা থানাধীন সিলোনিয়া বাজারে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে, গত ২৮ আগস্ট ২০২০ তারিখ রাত ১১:৪৫ ঘটিকায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ফরিদ (৩০), পিতা- মৃত লাতু, পালক পিতা- মাহবুবুল হক, সাং- সুলতানপুর, থানা ও জেলা- ফেনী’কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানো ও সনাক্তমতে তার সাথে থাকা প্লাষ্টিক এর বস্তা তল্লাশী করে ৪৩ বোতল বিদেশী মদ এবং ২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ ৪৯ হাজার টাকা।
র্যাব সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার দাগনভূইয়্যা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসি/বিবিএন/স্টাফ রিপোর্টার।