শীঘ্রই ১০ থানা ও ৩ কলেজের কমিটি দিবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ…
শোকের মাস আগস্ট এর শেষে চট্টগ্রাম মহানগরের আওতাধীন দশটি থানা ও তিনটি কলেজ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।একুশে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়া থানাগুলো হল- বাকলিয়া, কোতোয়ালি সদরঘাট, বায়েজিদ, পাঁচলাইশ, চকবাজার, খুলশী, পাহাড়তলী, হালিশহর, ইপিজেড। এছাড়া তিনটি কলেজ হলো- সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, সরকারি কমার্স কলেজ ও সরকারি সিটি কলেজ।
ইতিমধ্যে নগর ছাত্রলীগ আকবরশাহ, ডবলমুরিং, চান্দগাঁও, বন্দর ও পতেঙ্গা থানা এবং চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করে। এসব কমিটি নিয়ে একটি পক্ষ অছাত্র, বিবাহিত ও স্বজনপ্রীতির অভিযোগ করে আসলেও নগর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক তা বরাবর ই অস্বীকার করে আসছেন।