ধোনির পরে আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানালেন সুরেশ রায়নাও…
এমএস ধোনির পথে হেঁটে আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানালেন সুরেশ রায়নাও। সম্প্রতি, রায়না ইনস্টাগ্রামে এই ঘোষণা করেন। আন্তর্জাতিক জীবনে ১৮টি টেস্ট, ২২৬টি ওডিআই ও ৭৮টি টি-২০ খেলেছেন তিনি। ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই শতরান আছে রায়নার।
তিনি এমএস ধোনির উদ্দেশ্যে উক্ত পোস্টে লেখেন, “তোমার সঙ্গে খেলা জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত । তাই পরের পথিক হলাম। আমি অবসরপ্রাপ্ত এটা ধরে নেওয়া যায়। ধন্যবাদ। জয় হিন্দ।”