নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় অস্ত্রসহ দেলোয়ার ও বাদল গ্রেফতার…

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নিজ ঘরে ধর্ষণচেষ্টায় বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি বাদল ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঢাকায় অভিযান চালিয়ে বাদলকে ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেফতার করা হয়।
এসময় দেলোয়ারের কাছ থেকে একটি অস্ত্রসহ বুলেট উদ্ধার করা হয়।
সোমবার (৫ অক্টোবার) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে।
এসি/বিবিএন/বে অব বেঙ্গল নিউজ /স্টাফ রিপোর্টার।