ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের মানববন্ধন

সাম্প্রতিক সময়ের জঘন্যতম কাজ ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে, অভিযুক্ত আসামীদের ফাঁসির দাবিতে সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানবন্ধন সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত।
আজ রবিবার ১১অক্টোবর চট্টগ্রামের অগ্রাবাদে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সামনে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্লেকার্ড হাতে তাদের প্রতিবাদ জানায়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি সাব্বির চৌধুরী বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাসি কামনা করে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ এর পক্ষ হতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন।
তিনি বলেন, ছাত্রলীগের একদফা একদাবি,
ধর্ষকের ফাসি চাই।

মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড চেয়ে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের নেতারা। বক্তারা আরো বলেন, ধর্ষকদের কোনও দল-মত নেই, ধর্ম পরিচয় নেই। তাদের একটাই পরিচয় তারা ধর্ষণকারী। তাদের শাস্তি নিশ্চিত করতে ছাত্রলীগকেই অগ্রসর ভূমিকা পালন করতে হবে।
তারা বলেন, যারা ছাত্রলীগ করে তারা কখনও ধর্ষণকারী হতে পারে না। অনুপ্রবেশকারীরা সবসময় ছাত্রলীগকে কলঙ্কিত করেছে। তাই ছাত্রলীগের নেতাকর্মীদের আরো সচেতন হতে হবে যেন সংগঠনে কোন দুষ্কৃতিকারী প্রবেশ করতে না পারে।
বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ড সাবেক সফল কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কাদের।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা রবিউল হোসেন রবিন, রিদয়,আরিফ,রকি,ইমু,অভিজিৎ,জুনায়েদ, মুন্না,প্লাবন,ইব্রাহিম, মাহিয়ান,তানভীর, সাহিল,আকবর প্রমুখসহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বে অব বেঙ্গল নিউজ/ BAY OF BENGAL NEWS