উইমেন্স আইপিএলে দল পেলেন সালমা জাহান
ঠিক হয়ে গেল উইমেন্স আইপিএলে সালমাজাহানের দল আগামী চৌঠা নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে ট্রাই ব্ল্যাজার্স এর হয়ে দেখা যাবে সালমাকে। অন্যদিকে গত আসরের মতো এবারও জাহানারা খেলবেন ভেলোসিটির হয়ে।

উইমেন্স আইপিএল অর্থাৎ উইমেন্স টি-টোয়েন্টি নামের এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন সুপার্স নোভা নামের আরেকটি দল।
স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত ও মিতালি রাজ নেতৃত্ব দিচ্ছেন এই তিন দলের।
ফাইনালসহ এই টুর্নামেন্টের ম্যাচ সংখ্যা মোট চারটি। প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। সাত দেশ থেকে নারী ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এবারের আসরে।
২৫ অক্টোবর থেকে নারী বিগ ব্যাশ শুরু হতে যাওয়ায় আইপিএলে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
১৩ই অক্টোবর থেকে ভারতে নয়দিন কোয়ারেন্টাইনে থাকবেন ভারতীয় ক্রিকেটাররা সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর থাকতে হবে আরও ছয় দিন কোয়ারেন্টাইনে। এ সময় তিনবার কোভিড টেস্ট করানো হবে ক্রিকেটারদের।