চট্টগ্রাম ইয়ুথ ফোরাম আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট জমে উঠেছে
মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রাম ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়। ২৯ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর জিইসি সংলগ্ন বাইতুল আমান মসজিদ মাঠে দুইটি খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে মঙ্গলবার খেলা অনুষ্ঠিত হয় ভাইকিংস বনাম প্লাসনেট এবং জিন্নাত আলী একাদশ বনাম কাজি পাড়া বয়েজ ক্লাব।
খেলা শেষে মুজিব বর্ষ উপলক্ষে চিটাগং ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলায় বিজয়ী দুই দলের খেলোয়াড়দের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেয়া হয়।
বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এ দুটি খেলায় বিজয়ী দল গুলো হলেন যথাক্রমে ভাইকিংস আর জিন্নাত আলী একাদশ। খেলা শেষে মুজিব বর্ষ উপলক্ষে চিটাগং ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলায় বিজয়ী দুই দলের খেলোয়াড়দের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেন প্রতিম বড়ুয়া। মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রাম ইয়ুথ ফোরাম কর্তৃক দ্বিতীয় বারের মতন বঙ্গবন্ধু অলিম্পিকবার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাহিদ, তারেক, মুন্না, আসিফ, রাসেল, ইমু, বায়েজিদ, আরিফ, সাজিদ, আলাউদ্দীন প্রমুখ।
উল্লেখ্য, মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রাম ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৫ ডিসেম্বর শুক্রবার বায়তুল আমান মসজিদ মাঠে করা হয়।