সকল সংবাদসারাদেশ

লালদিয়ারচরে সমাজিক সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহ

পতেঙ্গার লালদিয়ারচর বিজয়নগর এলাকায় অস্থায়ীভাবে বসবাসরত মানুষের মাঝে মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে পাথরঘাটা সি এন্ড বি সমাজকল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠন
লালদিয়ারচরে সমাজিক সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহ
লালদিয়ারচরে সমাজিক সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহ

গত ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সংগঠনটির উদ্যোগে ২০০০ পরিবার কে প্রায় ১০,০০০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি অতনু সরকার(শুভ) ও সাধারণ সম্পাদক মোঃ সাগর হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ রিয়াজ, আনোয়ার, ইমন, উৎস, মামুন, হামিম, ইমতিয়াজ, ফারদিন, রাব্বি,আসিফ, মেহেদী, সিয়াম, জাহেদ, শরীফ, আপন, রাজু, ইফতু, মুরাদ রনি, আমজাদ, সাজ্জাদ প্রমুখ।

এ বিষয়ে পাথরঘাটা সি এন্ড বি সমাজকল্যাণ সংস্থার সভাপতি অতনু সরকার বলেন “পানি ছাড়া দৈনিন্দিন জীবন কল্পনাতীত।৫ দিন ধরে পানি হীন প্রায় ১৫,০০০ মানুষকে সাহায্য করতে আমাদের এই উদ্যোগ।আমরা লালদিয়ার চরের এই মানুষ দের পূনর্বাসনের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবি জানাচ্ছি যাতে তারা আবার তাদের স্বাভাবিক জীবন ফিরে পায়।”

উল্লেখ্য লালদিয়ার চরে অবৈধ স্থাপনার উচ্ছেদের কারনে প্রায় এক সপ্তাহ ধরে প্রায় ২,০০০ পরিবার বিদ্যুৎহীন ও পানি হীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।

মোনতাছির চৌধুরী মাহিয়ান / বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ