চকবাজারের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু আর নেই
টানা ৭ বার চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কাউন্সিলর নির্বাচিত হওয়া সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু (৬৯) আর নেই।
বৃহস্পতিবার ১৮ মার্চ ভোর ৪.৩০ টার দিকে তিনি রাজধানীর ইমপালস হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, কিছু দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন চকবাজারের নির্বাচিত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু।
তবে, সুস্থ হওয়ার পরও তিনি অন্যান্য শারীরিক সমস্যায় ভোগছিলেন।
এদিকে, ১৩ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীতে নিয়ে যাওয়া হয়।
সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু এক প্রবীণ নেতা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৭ সাল থেকে এপর্যন্ত তিনি ৭ বার নির্বাচনে অংশ নিয়েছেন।এবং প্রতিবারই জয় লাভ করেন তিনি।
১৯৮৮ সালে জাতীয় পার্টির শাসন আমলে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করার ঐ নির্বাচনে অংশ নেন নি তিনি।
সর্বশেষ ২৯ জানুয়ারি চসিক নির্বাচনে বিপুল ভোটে ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু।