চট্টগ্রাম ১০ কেজি গাঁজাসহ আটক এক নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ী
চট্টগ্রামঃ ট্টগ্রামে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় গাঁজা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন, এমন গোপন সংবাদ পায় পুলিশ। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। পরে সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করে পুলিশ। তল্লাশির একপর্যায়ে একজন নারী ও একজন পুরুষ পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন।
এরপর পুলিশ তাদের গ্রেফতার করে হাতে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা (মাদকদ্রব্য) জব্দ করে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, ‘গাঁজাসহ গ্রেফতার এক নারী ও এক পুরুষের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করার ব্যবস্থা নেয়া হচ্ছে।’