আজকের রাশিফল | বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদ
তো চলুন জানিয়া নেওয়া যাক আজকের রাশিফল ও আপনার গ্রহ-নক্ষত্র কি বলিতেছে-
২৭মার্চ,২০২১,রোজ-শনিবার।

মেষ:
কর্মপ্রার্থীদের যোগাযোগ ফলপ্রসূ হইতে পারে। অন্যের কারণে কাজে ব্যাঘাত ঘটিতে পারে। ভুল সিদ্ধান্তে বিপর্যয় আসিতে পারে। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়া যাইবে।
বৃষ:
অপ্রত্যাশিত যোগাযোগে আয় বাড়িবে। প্রেম-প্রণয় শুভ। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহচর্য আনন্দ দিবে। নিজগুণে প্রশংসিত হইবেন। অতীতের সুখস্মৃতিতে শান্তি পাইবেন।
মিথনু:
পরিবারের কল্যাণচিন্তায় উদ্বেগ থাকিতে পারে। বকেয়া আদায়ে সচেষ্ট হইতে পারেন। দায়িত্ব বাড়িবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করিতে পারেন।
কর্কট:
কোনো সংবাদে আশাবাদী হইবেন। আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাইবে। কোনো ভুল তথ্যের কারণে সমস্যা হইতে পারে। গতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যান।
সিংহ:
পুরনো সমস্যা সমাধানে অন্যের সহযোগিতা পাইবেন। সামাজিক কাজে অংশীদার হইতে পারিবেন। অন্যের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করিতে পারবেন। মন ভালো রাখুন।
কন্যা:
উৎসাহ ও উদ্যমে অগ্রপথিকের ভূমিকা নিতে পারিবেন। আপনার কাজে অন্যকে প্রভাবিত করিতে পারবেন। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন। ভালো থাকুন।
তুলা:
কোনো আত্মীয়ের জন্য উৎকণ্ঠা বাড়িবে। অকারণে ব্যয় বাড়িবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করিতে পারেন। একাগ্রতার সঙ্গে কাজ করিলে সুফল পাইবেন।
বৃশ্চিক:
কোনো পরিকল্পনার অগ্রগতি হইবে। আয়ের ক্ষেত্র পূর্বের তুলনায় আশাপ্রদ।দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে হইবে। প্রিয়সঙ্গ আনন্দ দিবে।
ধনু:
কোনো লাভজনক কাজ হাতে আসিবে। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাইবেন। সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করিতে হবে। প্রচেষ্টা অব্যাহত রাখুন।
মকর:
কোনো পরিকল্পনায় পরিবর্তন আনিতে পারেন।পাওনা আদায়ে কিছুটা অগ্রগতি হইবে। প্রেমে আন্তরিকতা বাড়িবে। আধ্যাত্মিক কাজে শান্তি পাইবেন। ভ্রমণ অতীব শুভ।
কুম্ভ:
বিদেশসংক্রান্ত কাজে সফলতা আসিতে পারে।দক্ষ ব্যবস্থাপনার অভাবে কাজে বিঘ্ন ঘটিতে পারে। কোনো সুযোগ হাতছাড়া হইতে পারে। পরিবেশ নিজের নিয়ন্ত্রণে রাখুন।
মীন:
আর্থিক অবস্থা গতানুগতিক। শিক্ষার্থীদের একাগ্রতার অভাব পরিলক্ষিত। পরিবারিক সমস্যার সমাধান হইবে। গুরুত্বপূর্ণ কাজ ফেলাইয়া রাখিবেন না। স্বাস্থ্যের প্রতি নজর দিবেন।