12 - 12Shares

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানী গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্ত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার (১০ নভেম্বর) নূর হোসেন স্কয়ারে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর শহীদ নূর হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে তারা এক মিনিট নীরবতাও পালন করেন।
উল্লেখ্য, আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, গণতন্ত্র পুনরুদ্ধার ও সংগ্রাম-আন্দোলনের এক অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক এরশাদবিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান ধারণ করে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন।
মিছিলটি গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছানোর পর এর পুরোভাগে থাকা নূর হোসেন গুলিবিদ্ধ হন। তার তাজা রক্তে রঞ্জিত হয় রাজপথ, বেগবান হয় স্বৈরাচারবিরোধী আন্দোলন।
এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। নূর হোসেনের আত্মাহুতির স্থানটি এখন ‘শহীদ নূর হোসেন চত্বর’ নামে পরিচিত।
বে অব বেঙ্গল নিউজ ডটকম
বে অব বেঙ্গল নিউজ /BAY OF BENGAL NEWS
12 - 12Shares