1 - 1Share
সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পীকার কর্ণেল (অব:) শওকত আলী পরলোকগমন করেছেন।
১৬ নভেম্বর সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে খালেদ শওকত আলী বলেন, ‘কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বাবা। শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় গত ২৯ অক্টোবর তাকে সিএমএইচে ভর্তি করানো হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।’
বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী শওকত আলী ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেন সাহসীকতার সাথে। তিনি ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি ডিগ্রী লাভ করেন তিনি। ১৯৭৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হন এবং ১৯৭৮ সালে সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন। ১৯৭৯ সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং সেসময় বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news
1 - 1Share