4 - 4Shares

আল্লাহর ৯৯ নাম খচিত একটি ‘মুজিব মিনার’ নির্মণের বিকল্ল প্রস্তাবসহ পাঁচদফা প্রস্তাব দিয়েছে হেফাজতে ইসলাম। আজ যাত্রবাড়ী বড় মাদ্রাসায় এক বৈঠকে শনিবার সরকারকে এ প্রস্তাব দেয়া হয়।
যাত্রাবাড়ি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের আয়োজনে শনিবার এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ‘দেশবরেণ্য শীর্ষ আলেমরা’ অংশ নিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যাত্রাবাড়ি মাদ্রাসায় বৈঠকের পর আলেমদের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “মানবমূর্তি ও ভাস্কর্য যে কোন উদ্দেশ্যে তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।”
তারা বলেছেন, “এমনকি কোন মহৎ ব্যক্তি ও নেতাকে মূর্তি বা ভাস্কর্য স্থাপন করে শ্রদ্ধা জানানো শরিয়তসম্মত নয়।”
বিবৃতিতে দেয়া তাদের প্রস্তাবে আলেমরা বলেছেন, কোন ব্যক্তিকে শ্রদ্ধা জানানোর জন্য “কুরআন-সুন্নাহ সমর্থিত কোন উত্তম বিকল্প সন্ধান করাই যুক্তিযুক্ত”।
বে অব বেঙ্গল নিউজ/BAY OF BENGAL NEWS
4 - 4Shares