57 - 57Shares
পর্যটনের প্রাণ কেন্দ্র কক্সবাজার শহরে দুর্বার সংসদ কতৃক আয়োজিত ২য় তম গোল্ডকাপ ক্রিকেট টুনামেন্ট ২০-২১ শুভ উদ্ভোদন হয়েছে আজ। কক্সবাজার সদরের লাইট হাউজ কিন্ডারগার্টেন স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

সোমবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাইজিং লিজেন্ড অফ এল.এইচ.পি এবং টাইগার’স অফ আলাউদ্দীন। ম্যাচে টাইগার’স অফ আলাউদ্দীন এর টিম ৫ ইউকেটে বিজয়ী হয়। ম্যান অফ দ্যা ম্যাচ হয় আমিনুল ইসলাম বাবু।
টুর্নামেন্টে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দু শুক্কুর, সোহেল আরমান, আল আমিন ও মনসুর উদ্দিন।
তারা তাদের বক্তব্যে বৃহত্তর লাইট হাউজ পাড়া ১২নং ওর্য়াডে কক্সবাজারপৌরসভায় (সদর) নিদিষ্ট খেলার মাঠের দাবি করা হয়। আরও বলা হয় খেলাধুলা মানুষকে মন মানসিকতা সুস্থ রাখে এবং মাদকের অভায়রণ্য থেকে মুক্তির জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম এবং প্রতিনিয়ত খেলাধুলা চর্চা রাখার জন্য ছাত্র ও যুব সমাজের প্রতি আহবান জানানো হয়।
আরও উপস্থিত ছিলেন দুর্বার সংসদের সভাপতি রিফাত বিন সাত্তার, সাধারণ সম্পাদক ইসমাইল সোহাগ এবং দপ্তর সম্পাদক শাহাদাত কবির এবং সংগঠনের সদস্যবৃন্দ।
কক্সবাজার / বে অব বেঙ্গল নিউজ / Bay of Bengal News / BBN
57 - 57Shares