76 - 76Shares
মহান বিজয় দিবস উপলক্ষে ইউ এস টি সি ছাত্রলীগ এবং ফ্যাকাল্টি অফ মেডিসিনের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় স্বাধীনতা যুদ্ধে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

বুধবার দুপুর ১২ টায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইফতেখার শায়ান এর সভাপতিত্বে ও ইউ এস টি সি ছাত্রলীগ নেতা মুনতাসির কাদেরীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউ এস টি সি ছাত্রলীগ নেতা আবরার জাহীন চৌধুরী, তন্ময় বড়ুয়া, শাজাহান ইমরান, মইনুল ইসলাম,মিনহাজ সরওয়ার সাব্বির, রিদুয়ান জুলফার, মিন্টু দাশ, প্রান্ত বড়ুয়া।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে সতের হাজার ছাত্রলীগ কর্মী ও নেতা শহীদ হয়েছেন। তাদের আত্বত্যাগেই আজকের এই বিজয়। আমাদের ছাত্রলীগকে একত্রিত রেখে একতাবদ্ধ হয়ে সকল অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে একাত্তরের মত।
আরিফুল ইসলাম মাহীর, নুরুল ইসলাম,বমোহাম্মদ হামিদ আজাদ, মিটন দাশ, ইমন মহাজন ইমু,সুজান দাশ, সাফওয়ান কবির, পঙ্কজ ধর, শান্ত বিশ্বাস, আব্দুল্লাহ আল সাবের, মোহাম্মদ মাহফুজ ও প্রমুখ।
চট্টগ্রাম / বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news
76 - 76Shares