3 - 3Shares
চট্টগ্রামঃ দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে ঢাকা-দিল্লির পাশাপাশি চট্টগ্রামের সাথে ভারতের অন্যনান্য রাজ্যের সংযোগ বাড়ানো এখন খুবই গুরুত্বপূর্ণ। রবিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার এক মতবিনিময় সভায় এ একথা জানান ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার।

রবিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী ও চেম্বারের পরিচালক।
উক্ত মতবিনিময় সভায় চট্টগ্রামকে আন্তর্জাতিক বাণিজ্যের গেটওয়ে উল্লেখ করে চট্টগ্রামের সাথে রেলপথ স্থলপথ ও নৌপথে ভারতের বিভিন্ন রাজ্যের সংযোগ বাড়ানোর জন্য, বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার।
এতে চেম্বারে পক্ষ থেকে দুই দেশের সাথে বাণিজ্য ও ভারতীয় সীমান্ত জটিলতা নিরসনের আহ্বান জানানো হয়। এছাড়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও জাহাজ আমদানি ও চট্টগ্রামের ইকনোমিক জোনে বিনিয়োগের আহ্ববান জানানো হয় ভারতীয় হাইকমিশনার কে ব্যবসায়ীদের পক্ষ থেকে।
চট্টগ্রাম / বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news
3 - 3Shares