6 - 6Shares

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ায় জয় পাওয়া নিয়ে মিথ্যা দাবি করছেন । তার দাবি স্পষ্টভাবে ভুল। স্থানীয় সময় সোমবার সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন জর্জিয়ার শীর্ষ নির্বাচনি কর্মকর্তা ব্র্যাড রাফেনসপারজার।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গতকাল রোববার একটি ফোনালাপ প্রকাশ করেছে। সেখানে জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজারের সঙ্গে কথা বলতে শোনা যায় ট্রাম্পকে। ২ জানুয়ারি হওয়া এই ফোনালাপে নিজের জয়ের জন্য প্রয়োজনীয় ভোট ‘খুঁজতে’ রাফেনসপারজারকে নির্দেশ দেন ট্রাম্প।
ফোনালাপে শোনা যায়, ট্রাম্প বলছিলেন, ‘আমি শুধু চাইছি ১১ হাজার ৭৮০ ভোট খুঁজে বের করতে।’
বিদায়বেলায় নির্বাচনের ফল পাল্টাতে এমন চাপ দেওয়ার পর বিশ্বজুড়ে সমালোচিত হয়ছেন ট্রাম্প। কেউ কেউ দাবি করেছেন যে ট্রাম্প অবৈধভাবে প্রভাব খাটাতে চাইছেন।
বে অব বেঙ্গল নিউজ/BAY OF BENGAL NEWS
6 - 6Shares