কাজীর দেউরিতে বিএনপির পার্টি অফিসের অদূরেই সংঘর্ষে লিপ্ত হয়েছে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহদাৎ হোসেন ও ২১ নং জামালখান ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমনের কর্মী সমর্থকেরা।

২০ জানুয়ারি (বুধবার) রাত সাড়ে দশটা নাগাদ বিএনপি ও আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা প্রচারণাকালীন সময়ে এই সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয়পক্ষকে ইট পাটকেল নিক্ষেপ করতেও দেখা যায়। এতে রণক্ষেত্রে পরিণত হয় কাজির দেউরি এলাকা।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি কার্যালয়ের ভিতরেই অবস্থান করছেন মেয়র প্রার্থী ডাক্তার শাহদাৎ হোসেন সহ সংঘর্ষে লিপ্ত কর্মী সমর্থকেরা। সেখানে বিপুল পরিমাণ পুলিশও মোতায়েন করা হয়েছে। এসময় কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমনের অনুসারীদের একটি মিছিল বিএনপি কার্যালয়ের অভিমুখে মিছিল নিয়ে আসার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমরা দেখছি। তদন্ত করে দেখতে হবে কি কারণে সংঘর্ষ হয়েছে। এলাকার নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন আছে।’
বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news