করোনা মহামারীর কারণে স্থগিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন-২০২০ আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগের একক মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজাউল করিম চৌধুরী। কিন্তু নির্বাচনী প্রচারণায় মাঠে নাছির, দেখা মিলছেনা শীর্ষ আ. লীগ নেতাদের।

এবারে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন প্রায় ২০ জন। তাদের মধ্য থেকে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড রেজাউল করিম চৌধুরীকে মনোনীত করেন।
এদিকে গত ৮ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে জোরেশোরে নির্বাচনী প্রচারণা চললেও দেখা মিলছে না দল থেকে মনোনয়ন চাওয়া প্রায় অনেকেরই।
কিন্তু একমাত্র ব্যতিক্রম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির। প্রতিদিনই তিনি নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিমকে সাথে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন সমন্বয় কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন নাছির।
এছাড়াও জানা যায় আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে থেকেই মহানগর আওয়ামী লীগের সাথে ইউনিট আওয়ামী লীগের ধারাবাহিক সভায় রেজাউল করিমকে জিতানোর জন্য দলীয় নেতাকর্মীদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান নাছির।
যদিও চসিক নির্বাচন-২০২০ এ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন সাবেক মেয়র ও মনোনীত মেয়র পদপ্রার্থী সহ প্রায় ২০ জন। তারা হলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি, আলতাফ হোসেন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ সালাম।
এছাড়া মনোনয়ন চেয়েছিলেন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মুজিবর রহমান, মেজর ইমদাদুল ইসলাম (অব.), মো. ইনসান আলী, মোহাম্মাদ ইউনুস, হেলাল উদ্দিন চৌধুরী তুফান, সেলিনা খান, সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেখা আলম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এ কে এম বেলায়েত হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহাবুবুল আলম, এরশাদুল আমিন, মো. মনোয়ার হোসন ও দীপক কুমার পালিত।
এদের মধ্যে খোরশেদ আলম সুজন করোনা আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেও মনোনয়ন প্রত্যাশীদের অনেককেই নৌকার প্রার্থী রেজাউল করিমের সাথে প্রচারণায় দেখা যাচ্ছে না। তবে সাবেক মেয়র ও নতুন মেয়র প্রার্থীর যুগলবন্দীতে জমে উঠেছে চসিক নির্বাচনে নৌকার প্রচার-প্রচারণা।