6 - 6Shares
চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযানঃ ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার ও গ্রেফতার ০২।

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন নিউ চান্দগাঁও রেস্ট হাউসের একটি কক্ষে অভিযান চালিয়ে ৩৫০০ পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছেন।
বৃহস্পতিবার মধ্যরাত ২ টার সময় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান থানার স্পেশাল-৩১ নৈশ টিম কে সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নিউ চাব্দগাঁে রেস্ট হাউস এর ৪র্থ তলার ৪০৩ নং কক্ষে অভিযান চালান। অভিযান চালিয়ে তারা ৩৫০০ পিস ইয়াবা জব্দ করেন। এসময় কক্ষ্যে অবস্থানরত একজন নারী ও একজন পুরুষকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন রুপন বড়ুয়া (৩৮) ও রিনা বড়ুয়া (২৯)। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায় সি এম পি সূত্রে।
বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news
6 - 6Shares