217 - 217Shares
২১ ফেব্রুয়ারী (রবিবার) সকাল ১১ঃ০০ ঘটিকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক মিশকাতুল কবিরের নেতৃত্বে নগরীর সিনেমা প্যালেসে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাস থেকে এই মিছিল শুরু করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অত্র ইউনিটের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাসনাইন মনজুর অহি, নাহিদ জুয়েল, মিশুক দাশ, রনি দে। আহবায়ক কমিটির সিনিয়র সদস্য নাজমুল করিম, সাহেদুল ইসলাম; কার্যনির্বাহী সদস্য তন্ময় দাশ, পৃথ্বীরাজ ভট্টাচার্য্য, আদনান জাদিদ, শান্তু মহাজন।
এসময় মিশকাতুল কবির বলেন, “৫২’এর ইতিহাস রক্তে রাঙানো সংগ্রামের ইতিহাস, অধিকার আদায়ের ইতিহাস.. বাঙ্গালী জাতির গৌরবময় অর্জন বাংলা ভাষা। ৫২’এর চেতনায় তরুণ, যুবক এবং ছাত্রসমাজকে দীক্ষিত করতে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা অগ্রসেনানীর ভূমিকায় ছিলো, আছে, থাকবে।”
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য সায়েম হোসেন, মুজাহিদুল ইসলাম বিপু এবং সাকিব নিলয় ও প্রমুখ।
বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news
217 - 217Shares