
নগরীর বায়েজিদ থানা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমন নামে এক ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় ছয় জনকে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ।
রোববার মধ্যরাত থেকে সোমবার দুপুর পর্যন্ত টানা অভিযান চালিয়ে আরেফিনগর মুক্তিযোদ্ধা কলোনি থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো.ফজর আলী (২৯), মো. আহসান কবির (২৬), মো. সোহেল (২৯), মো. লিটন (২৮), নূর আলম (২৭) ও মো. রুবেল (২৫)। এরা সকলেই স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা আছে।
এ বিষয়ে বায়েজিদ থানার সেকেন্ড অফিসার বিমল কান্তি নাথ বলেন, ‘গতকাল ঘটনার পর থেকে আজ দুপুর পর্যন্ত টানা অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত সকলকে আইনের আওতায় আনা হবে।’
প্রসঙ্গত ৭ মার্চ (রবিবার) রাতে ছাত্রলীগের দুটি পক্ষের কোন্দলের জেরে খুন হন ইমন। ইমন বায়েজিদ থানা ছাত্রলীগের পাল্টা কমিটির সদস্য এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অনুসারী বলে জানা যায়।