
চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দী ফরহাদ হোসেন রুবেলকে নরসিংদী থেকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার কোতোয়ালি থানার ওসি নিজাম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি নিজাম বলেন, ‘নরসিংদীর রায়পুর থানার বল্লাকান্দী চর এলাকা থেকে আসামি রুবেলকে আটক করা হয়েছে। তাকে চট্টগ্রাম আনা হচ্ছে।’
এর আগে গত শনিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ হন হত্যা মামলার আসামি রুবেল। কারাগারের সিসি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নির্মাণাধীন ভবনের চার তলা থেকে লাফ দিয়ে দেওয়াল টপকিয়ে পালিয়েছে আসামি রুবেল। এ বিষয়ে শনিবার রাতে কারা কর্তৃপক্ষ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলাও দায়ের করেন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী সদরঘাট থানার এসআরবি রেল গেইট এলাকায় ভাঙারি ব্যবসায়ী আবুল কালাম আবুকে ছুরিকাঘাত করে খুন করার অপরাধে ফরহাদ হোসেন রুবেলকে আটক করা হয়। গত ৯ ফেব্রুয়ারী থেকে খুনের দায়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছে রুবেল।