ঢাকা: ঢাকায় নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে একই পরিবারের ০৬ জন দগ্ধ হয়েছেন। এই ঘটনায় সাব্বির (১৬) নামে চিকিৎসাধীন ছিলেন এমন আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় চারজন ব্যক্তির মৃত্যু হলো।

আজ শনিবার (১৩ মার্চ) সাব্বিরের মৃত্যু হয়। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল ওই মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আজ সকালে আইসিইউতে সাব্বিরের মৃত্যু হয়েছে।
সাব্বিরের শরীরের ৪২ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে এই ঘটনায় মিতা নামের একজন ১৪ শতাংশ, আফসানা ১০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
Bay of bengal news / বে অব বেঙ্গল নিউজ