
স্ত্রী – কন্যাসহ সপরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সহিদ খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় ও পরিবার সূত্রে জানা যায়, জ্বর অনুভব হলে রাজধানীতে স্ত্রী-সন্তানসহ করোনা পরীক্ষার জন্য নমুনা দেন নিজাম হাজারী।
নমুনা রিপোর্টে নিজাম হাজারী, তার স্ত্রী নুরজাহান বেগম নাসরিন ও একমাত্র কন্যা নুরআহাদ জাহান স্নিগ্ধা হাজারীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।
চিকিৎসার জন্য শনিবার (১৩ মার্চ) তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন।
ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মেদ জানান, তার সঙ্গে ফোনে এমপি নিজাম হাজারীর কথা হয়েছে।
সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী, ফেনীর সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
Bay of bengal news / বে অব বেঙ্গল নিউজ