
চট্টগ্রামের আগ্রাবাদে একদল উশৃংখল কিশোরের হামলায় নিহত হয়েছেন এক যুবক। নিহত যুবকের নাম মোঃ হাশেম (৩৩)।
নিহত হাশেম নগরীর হালিশহর থানার রঙ্গীপাড়ার বাসিন্দা বলে জানা যায়।
আজ বুধবার (১৭ মার্চ) দুপুরে আগ্রাবাদের জাম্বুরি পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে আটক করা হয়েছে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, আগ্রাবাদ ইস্টার্ন বয়েজ ক্লাব নামে একটি সংগঠন সাইকেল র্যালীর আয়োজন করলে রাস্তায় যানজটের সৃষ্টি হলে পথযাত্রীরা তার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে একদল কিশোর তাদের উপর আক্রমণ করতে উদ্যত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
‘এতে একজন নিহত ও চারজন আহত হয়েছে। হামলার সাথে সম্পৃক্ত ২৪ জনকে আটক করা হয়েছে।’
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন নামের এক ব্যক্তি সড়ক পাড়াপাড় হতে চাইলে তাকে বাঁধা দেয় সাইকেল র্যালির আয়োজকেরা। এতে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যায় মহসিন। স্থানীয় বাসিন্দা হওয়ায় মহসিনের পরিচিত লোকজনও সেখানে জড়ো হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। এতে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন মোঃ হাশেম।
এদিকে হামলার ঘটনায় অন্যান্য আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ২০ এবং ২৫ নং ওয়ার্ডে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে জানা যায়।