
এয়ারপোর্ট কন্ট্রাক্ট নামে প্রতারণার ফাঁদে পা দিবেন না। জনস্বার্থে এমন সতরকবার্তা জারি করে ইমিগ্রেশন পুলিশ।
ইমিগ্রেশন পুলিশ বিদেশ গমনেচ্ছু যাত্রীসাধারণের উদ্দেশ্যে যোগাযোগের জন্য নাম্বারও প্রচার করছেন। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে এয়ারপোর্ট কন্ট্রাক্ট এর নামে কেউ অর্থ চাইলে সম্মানিত বিদেশ গমনেচ্ছু যাত্রীসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে প্রতারণার ফাঁদে পা দিবেন না।
এয়ারপোর্ট কন্ট্রাক্ট এর নামে কেউ অর্থ চাইলে নিম্নোক্ত নম্বরে অথবা ওয়েবসাইটে অভিযোগ করুন; বিশেষ পুলিশ সুপার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা – ০১৩২০০০৫১১১
বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন প্রশাসন, এসবি, ঢাকা – ০১৩২০০০৫১০২
এডিশনাল ডিআইজি (ইমিগ্রেশন), এসবি, ঢাকা- ০১৩২০০০৫০৩৫
ডিআইজি (ইমিগ্রেশন), এসবি, ঢাকা – ০১৩২০০০৫০০৬
Web site : ইমিগ্রেশন পুলিশঃ www.immi.gov.bd
বাংলাদেশ পুলিশঃ www.police.gov.bd অথবা বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে অভিযোগ জানালেও কর্তৃপক্ষ সাড়া জানাবে।
বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS